বাংলাদেশি শ্রমিকদের জন্য সময়সীমা বাড়াবে না মালয়েশিয়া

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ৩১ মের মধ্যে মালয়েশিয়ায় ঢুকতে না পারা ১৭ হাজার কর্মীর বিষয়টি বিবেচনা করতে বাংলাদেশ যে আবেদন করেছিল, তা প্রত্যাখ্যান করেছে দেশটি।

মঙ্গলবার (৪ জুন) মালয়েশিয়ার গণমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। এ অবস্থায় প্রবাসী কল্যাণ ভবনে ঢাকার কর্মকর্তারা মালয়েশিয়ার হাইকমিশনার হাসনা মোহাম্মদ হাসিমের সঙ্গে বৈঠকে বসছেন।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ১৭ হাজার কর্মীর ব্যাপারে বিবেচনা করার আহ্বান জানিয়েছে। কিন্তু এই সময়সীমা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল জানিয়েছেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করে বলেন, ‘কোটা অনুমোদন, স্বাস্থ্য পরীক্ষা, ভিসা প্রক্রিয়াকরণ এবং ফ্লাইটের ব্যবস্থাসহ সব প্রয়োজনীয় প্রক্রিয়া যত্নসহকারে বিবেচনা করে ওই সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। কেন নিয়োগকর্তারা তাদের কর্মীদের আগমনের ব্যবস্থা করার জন্য এত দিন অপেক্ষা করেছিলেন? যদি তাদের জরুরি প্রয়োজন হতো তবে তা ৩১ মের আগে করা উচিত ছিল। এখন সময় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।’

তিনি জানান, গত ২৮ থেকে ৩১ মের মধ্যে ২০ হাজারের বেশি বিদেশি কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করেছে। তাদের মধ্যে কেউ কেউ গত বছরের নভেম্বরের প্রথম দিকে ভিসা পেয়েছেন। ম্যানুফ্যাকচার, সার্ভিস ও কন্সট্রাকশন খাতের জন্য আমরা বিদেশি কর্মীর চাহিদা পূরণ করেছি।

Related Articles

Back to top button