থানায় হামলা, ছাত্রদলের কেন্দ্রীয় দুই নেতা বহিষ্কার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ছাত্রদল নেতা মোহাম্মদ হোসাইন ওরফে মিথুনকে (৩৫) গ্রেপ্তারের পর তাকে ছিনিয়ে নিতে নিউমার্কেট থানায় হামলা করেছে তার কর্মী-সমর্থকরা। এ সময় নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফসহ আরও চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে নিউমার্কেট থানার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিউমার্কেট থানার উপপরিদর্শক ওমর ফারুক বাদী হয়ে একটি মামলা করেছেন।

পরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুন ও সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রাসেলকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার বিকেলে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, শৃঙ্খলা ভঙ্গের অনাকাঙ্ক্ষিত অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুন ও সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রাসেলকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। অধিকতর তদন্তপূর্বক স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেন।

এর আগে হামলায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করে পুশিল। গ্রেপ্তাররা হলেন- মাসুম মাহমুদ (৩২), মোহাম্মদ হাসান (২১), মোহাম্মদ ইমন (২৫), বশির ইসলাম (২৮), মোহাম্মদ আলামিন (৩০) ও আকবর আলী।

জানা যায়, রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ হোসাইন ওরফে মিথুনকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা পুলিশ। মিথুনকে গ্রেপ্তারের পর তাকে বহনকারী পুলিশের গাড়ি নিউমার্কেট থানায় প্রবেশকালে বাধা দেন মিথুনের সমর্থকরা। পরে মিথুনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে নিউমার্কেট থানায় হামলা করেন ছাত্রদল-যুবদলের অর্ধশত নেতাকর্মী।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হককে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠী ‘ইমন গ্রুপ’-এর বিরুদ্ধে নিউমার্কেট থানায় মামলা করেন দোকান মালিক সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল হাসান।

মামলার তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এ ঘটনায় রিমান্ডে নেওয়া এক আসামি জানায়, ছাত্রদল নেতা মিথুন তাকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছিলেন।

সুত্র আরও জানায়, ইমন গ্রুপের মূলহোতা সানজিদুল হাসান ইমনের হয়ে ধানমন্ডি এলাকার চাঁদা তোলার কাজ করে মিথুন। সেই মিথুনকে বৃহস্পতিবার রাতে পূর্বাচলের ৩০০ ফিট এলাকা থেকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানায় আনা হয়।

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন উদ্দিন আতিক সংবাদ মাধ্যমকে বলেন, পুলিশের গাড়ি থেকে মিথুনকে ছিনিয়ে নিতে তার সমর্থকরা চেষ্টা করেছিল। তবে তাকে নিতে পারেনি। এ ঘটনায় আরও একটি মামলা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button