ওয়াশিংটনে মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত যাত্রীবাহী বিমান

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে যাত্রীবাহী একটি বিমানের সঙ্গে একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় বহু মানুষের হতাহতের শঙ্কা করা হচ্ছে।
হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পর ৬৪ জন যাত্রী বহনকারী জেট বিমানটি নদীতে বিধ্বস্ত হয়েছে বলে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।
বিমান দুর্ঘটনার পর রোনাল্ড রিগ্যান জাতীয় বিমানবন্দরের কাছে পোটোম্যাক নদীতে অনুসন্ধান চালাচ্ছেন দমকলকর্মীরা। এখন পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার করার খবর পাওয়া যায়নি।
রয়টার্সের খবরে বলা হয়েছে, রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক যাত্রীবাহী জেটের সঙ্গে বুধবার রাতে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের মাঝ আকাশে সংঘর্ষ হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সোশ্যাল মিডিয়ায় বলেছেন, “আমরা জানি সেখানে প্রাণহানি হয়েছে। তবে কতজনের প্রাণহানি হয়েছে সেই সংখ্যাটা বলেননি তিনি।
ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেট রিগ্যানের কাছে যাওয়ার সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে মাঝ আকাশে সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, তাদের একটি হেলিকপ্টার এই দুর্ঘটনায় জড়িত ছিল।
কানসাস রাজ্যের প্রতিনিধিত্বকারী সিনেটর জেরি মোরান বলেছেন, দুর্ঘটনার পর তিনি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে তিনি দুর্ঘটনাকবলিত যাত্রীদের জন্য প্রার্থনা করতে বলেছেন।
উত্তর ভার্জিনিয়ার প্রতিনিধি কংগ্রেসম্যান ডন বেয়ার বলেছেন, তিনিও বিমানবন্দর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন।
পেন্টাগনের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, পেন্টাগন বিমান দুর্ঘটনার পরিস্থিতি ‘সক্রিয়ভাবে পর্যবেক্ষণ’ করছে। প্রয়োজনে সহায়তা করার জন্য প্রস্তুত। বিধ্বস্ত বিমানের যাত্রীদের জন্য সবাইকে প্রার্থনা করতে বলেছেন তিনি।