করোনাভাইরাস: শনাক্তের সংখ্যা কমলেও একদিনে সবচেয়ে বেশি ছয় জনের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশে গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে কম মানুষ শনাক্ত হয়েছে। তবে এ দিন ছয় জনের মৃত্যু হয়েছে।
আইইডিসিআর জানিয়েছে, নতুন করে ৯৪ জনের মধ্যে অত্যন্ত ছোঁয়াচে এই ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
এ নিয়ে সরাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৪২৪ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা ২৭।
নতুন আক্রান্তের ৩৭ জনই ঢাকায়, আর নারায়নগঞ্জে ১৬ জন। বাকিদের ব্যাপারে ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেয়া হবে বলে আইইডিসিআর জানিয়েছে।
তবে মৃতদের মধ্যে পাচঁ জন পুরুষ এবং একজন নারী।
৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এরপর তিন সপ্তাহের বেশি সময় ধরে মোট ১০০ জন রোগী শনাক্ত হয়নি বাংলাদেশে।
কেবল একটি সংস্থার অধীনে করোনাভাইরাস পরীক্ষা করা এবং যথেষ্ট পরিমাণ পরীক্ষা না করার কারণে ঐ সময় কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি বলে সমালোচনা হয় স্বাস্থ্য অধিদপ্তরের।
এরপর গত কয়েকদিন ধরে পরীক্ষার পরিমাণ বাড়ানোর পর প্রতিদিনই করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বাড়ছে।
এর আগে মার্চ মাসের শেষদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ জানায় যে বাংলাদেশে সীমিত আকারে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিক সংক্রমণ হচ্ছে।
বুধবার আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, বাংলাদেশ এখন সংক্রমণের দিক থেকে তৃতীয় ও চতুর্থ স্তরের মাঝামাঝিতে রয়েছে। ভাইরাসটি কমিউনিটিতে ছড়িয়ে পড়লেও সেটা এখনো ক্লাস্টার আকারে রয়েছে।