গাজীপুরে আরও ৮ জনসহ করোনা শনাক্ত মোট ৩৬৭ জন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৮ জনসহ এ পর্যন্ত করোনা (কোভিড-১৯) পজেটিভ শনাক্ত হয়েছে মোট ৩৬৭ জন।
মঙ্গলবার (১২ মে) সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুয়ায়ী, ১০ মে (রোববার) পাঠানো ২৬৬ জনের নমুনা পরীক্ষার পর রিপোর্ট এলে নতুন আরও ৮ জনের করোনা পজেটিভ হয়েছে বলে জানা যায়। নতুন আক্রান্ত মধ্যে পাঁচজন সদর (মহানগর) ও দুইজন কাপাসিয়ার এবং শ্রীপুরের একজন।
এ পর্যন্ত গাজীপুরে ৪ হাজার ৫২৭ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। সর্বাধিক ১৪২ জন শনাক্ত হয়েছেন সদরে (মহানগর)। এছাড়াও কালীগঞ্জে ৯৩ জন, কাপাসিয়ায় ৭২ জন, কালিয়াকৈরে ৩৫ জন ও শ্রীপুরে ২৫ জন শনাক্ত হয়েছে।
এ সংক্রান্ত আরো জানতে…….
গাজীপুরে আরও ১০ জনসহ করোনা শনাক্ত মোট ৩৫৯ জন
গাজীপুরে আরও ১০ জন করোনা শনাক্ত, ২৪ চিকিৎসকসহ করোনা মুক্ত ২২৭ জন