বাঘিয়ায় এক শি‌ক্ষিকার মরদেহ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের বাঘিয়া এলাকা থেকে মমতাজ বেগম (৫২) নামে এক শি‌ক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ।

শ‌নিবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

মমতাজ খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা উত্তর ব‌ণিকপাড়া এলাকার মো. আরঙ্গজেব খান দুলুর স্ত্রী এবং গাজীপুর মহানগরের বা‌ঘিয়া এলাকার মৃত বছির উ‌দ্দিন সরকারের মেয়ে।

পু‌লিশ ও এলাকাবাসী জানায়, ঢাকার তেজগাঁও নাখালপাড়া এলাকায় প‌রিবারসহ ভাড়া থাকতেন মমতাজ। ‌তিনি পূর্ব নাখালপাড়া হ‌লি মডেল কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষিকা ছিলেন। শুক্রবার (১ মার্চ) ‌বিকেলে ঢাকা থেকে গাজীপুরের বা‌ঘিয়ায় বাবার বা‌ড়ি যাওয়ার উদ্দেশে বের হন মমতাজ। পরে আর বাবার বা‌ড়িতে যাননি তিনি।

অপরদিকে শ‌নিবার সকালে বা‌ঘিয়া এলাকায় এক‌টি প‌রিত্যক্ত বা‌ড়ির সীমানা প্রাচীরের ভেতরে মমতাজের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ‌

জিএমপি’র কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এমদাদ হোসেন জানান, সকালে ওই নারীর মরদেহ উদ্ধার করে‌ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়‌নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button