টঙ্গীতে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীর নিমতলী এলাকায় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সুজন মিয়া (৩০) নামে এক যুবক মারা গেছেন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে টঙ্গীর নিমতলীতে এ ঘটনা ঘটে।
নিহত সুজন সুনামগঞ্জ জেলার শ্রীপুর থানার কিরণ পারা বান্ধার বাড়ি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি টঙ্গীর শিলমুন এলাকায় থাকতেন।
পুলিশ জানায়, ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি নিমতলী অতিক্রম করার সময় রেললাইন পার হতে গিয়ে সুজন মিয়া ট্রেনের সাথে ধাক্কা খেয়ে লাইনের পাশে পড়ে যান। তার মাথায় আঘাত লাগলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ছোটন শর্মা সংবাদ মাধ্যমকে বলেন, ‘ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে সুজন নামে এক ব্যক্তি মারা গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।