আইন-আদালতআন্তর্জাতিকখেলা

দিল্লির হাইকোর্টে খারিজ বাংলাদেশকে ক্রিকেট থেকে নিষিদ্ধের আবেদন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগ তুলে সব আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধের দাবি জানিয়ে করা একটি জনস্বার্থ মামলা (পিআইএল) বুধবার (২১ জানুয়ারি) খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট।

প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানায়, এই আবেদন আইনগতভাবে গ্রহণযোগ্য নয়, কারণ এতে পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের বিষয় জড়িত, যা সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগের এখতিয়ারভুক্ত।

আদালত জানায়, সংবিধানের ২২৬ অনুচ্ছেদের অধীনে রিট এখতিয়ার বিদেশি সরকার, আইসিসির মতো আন্তর্জাতিক সংস্থা বা অন্য দেশের ক্রিকেট বোর্ডের ওপর প্রয়োগ করা যায় না। এছাড়া ভারতীয় আদালত অন্য দেশের বিষয়ে কোনো নির্দেশ জারি করতে বা দেশের বাইরে তদন্ত পরিচালনা করতে পারে না বলেও মন্তব্য করে বেঞ্চ।

আদালত আরও সতর্ক করে দেয়, এই আবেদনটি পিআইএল ব্যবস্থার অপব্যবহার হিসেবে বিবেচিত হতে পারে এবং আদালতের সময় নষ্ট করার জন্য ভারী জরিমানাও আরোপ হতে পারে। আদালতের একাধিক আপত্তির পর আবেদনকারী, যিনি একজন আইন শিক্ষার্থী, মামলাটি প্রত্যাহারের অনুমতি চান। আদালত তা মঞ্জুর করে এবং তাকে আরও গঠনমূলক আইনগত কাজে যুক্ত হওয়ার পরামর্শ দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button