Uncategorized

৫৮ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তানের বাহিনীগুলোর মধ্যে সীমান্তে রাতভর গোলাগুলির সময় তারা ৫৮ পাকিস্তানি সেনাকে হত্যার করেছে বলে দাবি কাবুলের।

শনিবার রাতে আফগানিস্তানের সেনারা পাকিস্তানের সীমান্ত চৌকিগুলো লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণ করে। গত সপ্তাহে আফগানিস্তানে পাকিস্তানের চালানো বিমান হামলার প্রতিশোধ নিতে এ রাতে পাল্টা হামলা চালানো হয় বলে কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

পাকিস্তান জানিয়েছে, তারা বন্দুক ও কামান থেকে গোলাগুলি ছুড়ে পাল্টা জবাব দিয়েছে।

আফগানিস্তান জানিয়েছে, তারা ৫৮ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে আর তাদের পক্ষে ২০ আফগান সেনা নিহত বা আহত হয়েছেন।

তবে রয়টার্স জানিয়েছে, কতোজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন তা তারা কীভাবে জানল সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তালেবান প্রশাসন।

পাকিস্তান তাৎক্ষণিকভাবে কাবুলের এ দাবির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তাদের পাল্টা হামলায় আফগান বাহিনীর অনেকে হতাহত হয়েছেন; তবে তারা কোনো সংখ্যা উল্লেখ করেননি।

রয়টার্স দুই পক্ষের এসব দাবি স্বতন্ত্রভাবে যাচাই করে দেখতে পারেনি।

উভয় দেশই অপর পক্ষের সীমান্ত চৌকি ধ্বংস করার দাবি করেছে। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা ভিডিও ফুটেজ শেয়ার করে সেগুলোতে আফগান পোস্টে আঘাত দৃশ্য দেখা যাচ্ছে বলে দাবি করেছেন।

পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, গোলাগুলি বিনিময়ের অধিকাংশ ঘটনাই রোববার সকালে ঘটেছে। কিন্তু পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের কুররম এলাকায় দুই পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি চলছে বলে স্থানীয় কর্মকর্তারা ও বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, তাদের অভিযান স্থানীয় সময় মধ্যরাতেই শেষ হয়েছে।

রোববার কাবুল জানিয়েছে, সৌদি আরব ও কাতারের অনুরোধে তারা হামলা বন্ধ করেছে। পারস্য উপসাগরীয় এই দুই আরব দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে।

রোববার আফগানিস্তানের তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেছেন, “আফগানিস্তানের ভূখণ্ডের কোনো অংশে কোনো হুমকি নেই। ইসলামিক আমিরাত ও আফগানিস্তানের জনগণ তাদের ভূমি রক্ষা করতে পারবে এবং প্রতিরক্ষায় দৃঢ় ও প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।”

তিনি জানিয়েছেন, কিছু কিছু এলাকায় দুইপক্ষের মধ্যে লড়াই অব্যাহত আছে।

ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের তালেবান প্রশাসন জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে যারা পাকিস্তানে হামলা চালাচ্ছে। কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button