পূবাইলে উচ্ছেদ অভিযান, ৮০ শতাংশ সরকারি জমি দখলমুক্ত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দীর্ঘ ২৫ বছর যাবৎ অবৈধভাবে দখলে থাকা পূবাইল ভূমি অফিস সংলগ্ন ‘কাচারি বাড়িতে’ উচ্ছেদ অভিযান পরিচালনা করে ৮০ শতাংশ সরকারি খাস জমি দখলমুক্ত করেছে জেলা প্রশাসন।

সোমরার বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ বলেন, ৮০ শতাংশ সরকারি খাস জমি অবৈধভাবে দখলে নিয়ে ঘরবাড়িসহ দোকান নির্মাণ করে দীর্ঘ ২০-২৫ বৎসর যাবৎ অবৈধভাবে দখলে রেখেছিল কিছু লোক। বিভিন্ন সময়ে নোটিশ করার পরও সরকারি জমি ছেড়ে না দেওয়ায় অভিযান পরিচালনা করে তাদের উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ হওয়া জমির অনুমানিক মূ্ল্য প্রায় ৫ কোটি টাকা।

স্থানীয়রা অভিযোগ করে জানান, ভূমি অফিসের অসাধু কর্মচারীদের সহযোগিতায় দীর্ঘ ২০-২৫ বৎসর যাবৎ অবৈধভাবে বসবাস করে আসছিল ২২ পরিবার। এর বিনিময়ে অর্থ লেনদেন হতো বলেও জানান স্থানীয়রা।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ আরো বলেন, সরকারি জমি দখলদারদের ব্যাপারে গাজীপুর জেলা প্রশাসক জিরো টলারেন্স অবস্থানে নিয়েছে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে, কেউ পার পাবে না। যদি কেউ ভূমিহীন হয়ে থাকে আবেদন করেলে আমরা বিবেচনা করব।

উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন পূবাইল থানা পুলিশ এবং পূবাইল ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button