গাজীপুরশিক্ষা

বারিতে ‘কৃষিগবেষণা ও তারুণ্যের ভাবনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

বিশেষ প্রতিনিধি : তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) তরুণদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে ‘কৃষিগবেষণা ও তারুণ্যের ভাবনা’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, নবীন কৃষি উদ্যোক্তা এবং কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন অংশ নেন।

বারির প্রশিক্ষণ ও যোগাযোগ বিভাগের পরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারির সেবা ও সরবরাহ বিভাগের পরিচালক ড. আশরাফ উদ্দিন আহমেদ। এ সময় বক্তব্য দেন বারির উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক ড. ফারুক আহমেদ।

কর্মশালায় বিএআরআই উদ্ভাবিত বিভিন্ন উন্নত ফসলের জাত, আধুনিক চাষাবাদ পদ্ধতি, পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি এবং রপ্তানিযোগ্য কৃষিপণ্য নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকেরা জানান, এই কর্মসূচির মাধ্যমে তরুণদের কৃষিবিষয়ে আগ্রহ বাড়বে এবং তারা কৃষিভিত্তিক উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে উৎসাহিত হবে।

অনুষ্ঠানটি সমন্বয় করেন প্রশিক্ষণ ও যোগাযোগ উইং-এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মিজানুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button