গাজীপুরে ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে ২৪ লাখ টাকা ছিনতাই

বিশেষ প্রতিনিধি : গাজীপুরে ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুড়ে ডাচ্-বাংলা ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার (২৫ জানুয়ারি) বিকেল সোয়া চারটার দিকে চান্দনা চৌরাস্তার কাজী মোহাম্মদ উদ্দিন চৌধুরী উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ডাচ্-বাংলা ব্যাংকের গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার একটি এজেন্ট ব্যাংকিং শাখা থেকে ২৪ লাখ টাকা নিয়ে চান্দনা চৌরাস্তা শাখায় জমা দিতে যাচ্ছিলেন শাখার ম্যানেজার হাবিবুর রহমান ও কর্মচারী সোহরাব। বিকেল সোয়া চারটার দিকে তাঁরা একটি মোটরসাইকেলে করে রওনা হন। চান্দনা চৌরাস্তা কাঁচাবাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে ২ থেকে ৩টি মোটরসাইকেলে আসা ছয়জন ব্যক্তি তাঁদের পথরোধ করেন। এ সময় তারা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে দুজন বাধা দেন। এরপর হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে হাবিবুর রহমান ও সোহরাবকে মারধর করে আহত অবস্থায় টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আহত দুজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



