খেলা

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, আইসিসিকে চিঠি বিসিবির

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। লিগপর্বের চারটি ম্যাচই ভারতের মাটিতে খেলতে হবে বাংলাদেশকে। তবে নিরাপত্তা শঙ্কায় সেখানে খেলবে না জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে সিলেটে ১৭ জন বিসিবি পরিচালকের উপস্থিতিতে এক জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আইসিসিকে পাঠানো ই-মেইল বার্তায় বিসিবি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। বাংলাদেশের ভেন্যু সরিয়ে নিতেও আবেদন করে বোর্ড।

একইসঙ্গে বাংলাদেশিদের মধ্যে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে দলভুক্ত হওয়া মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কারণ আনুষ্ঠানিক জানতে চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকেও (বিসিসিআই) চিঠি দেবে বিসিবি।

বিসিবির এক শীর্ষ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আইসিসির কাছে পাঠানো চিঠিতে মূলত তিনটি বিষয় জানতে চাওয়া হবে। প্রথমত, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি। দ্বিতীয়ত, বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য নিরাপত্তা পরিকল্পনা কী। তৃতীয়ত, দলের সঙ্গে যেসব গণমাধ্যমকর্মী, সমর্থক ও স্পন্সর ভারতে যাবেন, তাদের নিরাপত্তার ধরন কেমন হবে।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা বিসিসিআইকেও আলাদাভাবে ই-মেইল করছি। মোস্তাফিজকে ঠিক কী কারণে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে বাদ দিল, তার সঠিক ও আনুষ্ঠানিক ব্যাখ্যা আমরা জানতে চাইব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button