টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ, সুযোগ পেল স্কটল্যান্ড
গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : শুরুর আগেই শেষ হয়ে গেল বাংলাদেশের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। সূচি অনুযায়ী ভারতে খেলতে রাজি না হওয়ায়, তাদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দিল আইসিসি। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত এবং জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
শনিবার (২৪ জানুয়ারি) ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
ক্রিকবাজ লিখেছে, শনিবার সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, যখন আইসিসি সিইও সঞ্জোগ গুপ্তা আনুষ্ঠানিকভাবে আইসিসি বোর্ডকে চিঠি লিখে জানান যে- বাংলাদেশের দাবিগুলো আইসিসির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বোর্ডের সব সদস্যকে পাঠানো ওই চিঠিতে গুপ্তা উল্লেখ করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মানছে না। বড় এই ইভেন্টের জন্য বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো উপায় নেই।
চিঠির কপি স্বাভাবিকভাবেই বিসিবি সভাপতি আমিনুল ইসলামকেও পাঠানো হয়েছে, যিনি আইসিসি বোর্ডের একজন সদস্য।
ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল, তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার কাছ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
‘সি’ গ্রুপে ছিল লিটন দাসের দল। তাদের জায়গায় এলো ইউরোপ অঞ্চল থেকে বাছাইয়ে ব্যর্থ হওয়া এই স্কটল্যান্ড। গ্রুপে তাদের অন্য চার প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে স্কটল্যান্ডের অবস্থান চতুর্দশ স্থানে। ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে পাঁচ দলের মধ্যে চতুর্থ হয়েছিল তারা। প্রথম দুটি স্থানে থাকা নেদারল্যান্ডস ও ইতালি জায়গা করে নেয় চূড়ান্ত পর্বে। তৃতীয় স্থানে থাকা জার্সি রান রেটে পিছিয়ে তৃতীয় হয়েছিল।
এই প্রথম কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আসরে না খেলায় পরের বিশ্বকাপে তাদের সরাসরি খেলা পড়ে যেতে পারে শঙ্কায়।
এই পরিবর্তনের ফলে স্কটল্যান্ড এখন প্রতিযোগিতার প্রাথমিক পর্বে গ্রুপ সি-তে থাকবে এবং কলকাতায় তারা ওয়েস্ট ইন্ডিজ (৭ ফেব্রুয়ারি), ইতালি (৯ ফেব্রুয়ারি) ও ইংল্যান্ডের (১৪ ফেব্রুয়ারি) বিপক্ষে খেলবে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে।



