Uncategorized

পরিবারসহ বিদেশে যাওয়ার অনুমতি চায় বসুন্ধরা চেয়ারম্যান আকবর সোবহান

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দুর্নীতির অভিযোগ তদন্তের মধ্যেই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান (শাহ আলম) চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছেন। তার সঙ্গে আবেদন করেছেন পরিবারের আরও চার সদস্য—স্ত্রী আফরোজা বেগম, দুই ছেলে সাফিয়াত সোবহান সানভীর ও সাফওয়ান সোবহান, এবং ছোট ছেলে সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান।

সোমবার (১৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে এ আবেদন দাখিল করা হয়।

আবেদনকারীদের পক্ষে আইনজীবী খোরশেদ আলম আদালতে জানান, “তারা সবাই বিভিন্ন জটিল রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া জরুরি। তাই তাদের ওপর আরোপিত দেশত্যাগে নিষেধাজ্ঞা তুলে নেওয়া প্রয়োজন।”

আদালত এ বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না দিয়ে তদন্ত দলের প্রধানকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বিচারক সাব্বির ফয়েজ বলেন, “দেশত্যাগের অনুমতির বিষয়ে তদন্ত সংস্থা কী মত দেয় তা জানা প্রয়োজন।” এ নির্দেশের পর আদালত আগামী ২৬ অক্টোবর প্রতিবেদন দাখিল ও পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য, গত বছরের ২১ অক্টোবর একই আদালত দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আকবর সোবহান ও তার পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে জানানো হয়, আহমেদ আকবর সোবহান, তার স্ত্রী আফরোজা বেগম, পুত্রবধূ সাবরিনা সোবহান, পুত্র সায়েম সোবহান আনভীর, সাফিয়াত সোবহান সানভীর, সাফওয়ান সোবহান ও সাদাত সোবহানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। এজন্য তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রয়োজন ছিল।

এখন নতুন আবেদনের মাধ্যমে বসুন্ধরা চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যরা সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন, যাতে তারা চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button